Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৮ জেলের কারাদণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৮ জেলের কারাদণ্ড

October 16, 2023 07:39:13 PM   উপজেলা প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৮ জেলের কারাদণ্ড

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের কাছ থেকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।মৎস্য অফিসের সূত্র মতে, রোববার বরিশাল বিভাগে ১১১টি অভিযানে ৪৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ২১১ কেজি ইলিশ, এক হাজার ৫৯৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের বাজার মূল্য ৩১ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়া বরিশাল জেলায় ১৬ জন, পটুয়াখালীতে পাঁচজন, ঝালকাঠিতে দুজন ও ভোলায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি বরিশালে ১৬ জন ও ভোলার দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১৬টি মৎস্য অবতরণ কেন্দ্র, ২০১টি মাছঘাট, ৩৩৪টি আড়ৎ ও ২১টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

তিনি আরও জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ।