
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কনস্টেবল রনি শিকদার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার নবজাতক সন্তানের সমস্ত দায়িত্ব নিয়েছে জিএমপি।
জানা গেছে, স্ত্রীকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে ছুটি নিয়ে টাঙ্গাইলের বাড়ি যাচ্ছিলেন কনস্টেবল রনি। কিন্তু পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শফিপুরের তানহা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কনস্টেবল রনির মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তার স্ত্রী ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু নবজাতকের মুখ দেখা হয়নি বাবার। এই মর্মান্তিক ঘটনায় নিহত পুলিশ সদস্যের পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশনায় শিশুটির জন্য উপহার, হাসপাতালের চিকিৎসা ব্যয় এবং পরিবারের খরচ বহন করা হয়েছে। কমিশনারের পক্ষ থেকে সহায়তা হস্তান্তর করেন স্টাফ অফিসার এসি তানভীর আহম্মেদ।
রনির পরিবারের সদস্যরা জিএমপি কমিশনারের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকেও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, রনি শিকদার ২০১৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।