Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / নাটোরে বাসের ধাক্কায় ছেলে-নাতিসহ বৃদ্ধের প্রাণহানি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোরে বাসের ধাক্কায় ছেলে-নাতিসহ বৃদ্ধের প্রাণহানি

November 19, 2022 07:45:02 AM  
নাটোরে বাসের ধাক্কায় ছেলে-নাতিসহ বৃদ্ধের প্রাণহানি

নিউজ ডেস্ক:

নাটোরের লালপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক আরোহী এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে লালপুর-গোপালপুর সড়কের ডেবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান জানান।

 

নিহতরা হলেন, উপজেলার বিরপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম (৬০), তার ছেলে মো. সোহাগ (২৭) এবং শহিদুলের পাঁচ বছর বয়সী নাতি ইভান। স্থানীয়দের বরাতে ওসি জানান, উপজেলার গোপালপুর যাওয়ার পথে ডেবরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা জিএম ট্রাভেলসের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই সোহাগ ও তার ছেলে ইভানের মৃত্যু হয়। স্থানীয়রা আহত শহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। “এ ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে যান।” তখন কিছুক্ষণের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

ওসি মোনোয়ারুজ্জামান আরও জানান, “স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

 

দেশরপত্র/এম