
রেজাউল করিম, নোয়াখালী:
শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়াল নোয়াখালী প্রেসক্লাব।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ বেতারের প্রতিনিধি বকতিয়ার শিকদার,সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিনের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু,সহ-সভাপতি এনটিভি জেলা প্রতিনিধি মো. মাসুদ পারভেজ,যুগ্ম সম্পাদক চ্যানেল টুয়েন্টি ফোর ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মো. আমিনুল ইসলাম ভূঁইয়া,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী প্রেসক্লাব সদস্য এ এস এম শাহজাহান কচি ও এম সালা উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতি বকতিয়ার শিকদার বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু বলেন, জনগণের সুখ- দুঃখ ও জীবন যাত্রা নিয়ে আমরা ভাবছি৷ যেকোনো বিপদে- আপদে ভিকটিমদের পাশে নোয়াখালী প্রেসক্লাব দাঁড়াব।