
সেনবাগ প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালী জেলা শহর মাইজদী বাজারসহ বিভিন্ন উপজেলায় সোনাপুর, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জ বসুরহাট, বেগমগঞ্জ চৌরাস্তা, চৌমুহনী পৌরসভা, জমিদার হাট, ছমিমুন্সির হাট, সেবার হাট, সেনবাগ পৌরসভা পর্যন্ত যার পুরোটাই কমবেশি ব্যস্ত এলাকা। কিন্তু এই ব্যস্ত সড়ক গুলোতে সড়কের যানজট নিরসন পরিষ্কার পরিছন্ন ও শৃঙ্খলা ফেরাতে বৃষ্টিতে কাজ করছেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্বেচ্ছাসেবী সংগঠন৷
সরেজমিনে দেখা যায়, শুধু সড়কে শৃঙ্খলা ফেরাতেই নয়, শিক্ষার্থীরা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রধান সড়কের বিভাজকের সৌন্দর্য বাড়াতে গাছ লাগানোর কাজ করছেন। আন্দোলন-সংঘাতের সময় সড়ক বিভাজকের গাছগুলোর অনেক ক্ষতি হয়েছে। সেসব গাছের পরিচর্যা করতেও দেখা গেছে শিক্ষার্থীদের। এসব কার্যক্রমে শিক্ষার্থীদের অভিনন্দন জানান কোনো কোনো পথচারী।
শহরের টাউন হল মোড় এলাকায় শৃঙ্খলার দায়িত্বে থাকা এক শিক্ষার্থী বলেন,সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে তাঁদের দাবি যৌক্তিক মনে হওয়ায় নিজেও নেমে পড়েছিলেন আন্দোলনে। আন্দোলন সফলও হয়েছে। কয়েক দিনের অশান্ত পরিস্থিতির কারণে সড়কে ট্রাফিক পুলিশ নেই। তাই যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন তাঁরা।
সিএনজিচালিত এক অটোরিকশার চালক বলেন, শিক্ষার্থীরা এগিয়ে এলে দেশকে তাঁরাই সুন্দর করতে পারবেন। শিক্ষার্থীদের কাছ থেকে সবার শেখা উচিত।