Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাকুন্দিয়ায় গণঅধিকার পরিষদের জনসমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাকুন্দিয়ায় গণঅধিকার পরিষদের জনসমাবেশ অনুষ্ঠিত

February 08, 2025 08:53:06 PM   উপজেলা প্রতিনিধি
পাকুন্দিয়ায় গণঅধিকার পরিষদের জনসমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সদর সংবাদদাতা:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণঅধিকার পরিষদের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পাকুন্দিয়া ঈদগাঁ মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম শহীদুল এবং সঞ্চালনা করেন আশিকুর রহমান মাহফুজ ও মাহমুদুল হক সুমন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক (নুর)। ভিপি নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের জন্য গণঅধিকার পরিষদ লড়াই চালিয়ে যাবে এবং জনগণের স্বার্থে আন্দোলন অব্যাহত রাখবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. ফারুক হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাসান আল মামুন সহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
জনসমাবেশে সার্বিক সহযোগিতায় ছিলেন গণঅধিকার পরিষদের ছাত্র, যুব এবং শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ। নেতারা সরকারের ফ্যাসিস্ট নীতি কঠোর সমালোচনা করেন এবং বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সেক্টরে এখনও এই ফ্যাসিবাদের দুষ্কৃতকারীরা বিভিন্ন দায়িত্বে নিযুক্ত রয়েছে। তারা অবিলম্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি জানান।