Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত

April 24, 2025 08:11:54 PM   অনলাইন ডেস্ক
পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতের ইস্যু করা সব বৈধ ভিসা ২৭শে এপ্রিল থেকে বাতিল করা হচ্ছে।"

এতে আরও বলা হয়েছে, "ভারতে অবস্থানকারী সব পাকিস্তানি নাগরিককে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে।"

পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা শুধু মেডিকেল ভিসা ২৯শে এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকা এবং সে দেশে অবস্থানকারী ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে।

গতকাল বুধবার রাতেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে সার্কের ভিসা প্রকল্প বাতিল করা।