
স্টাফ রিপোর্টার:
জাতীয় শিক্ষা সপ্তাহে ২০২৩ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পর্যায়ে পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মাওলানা আবু ছায়েম মোল্লা।
ফাজিল মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম মোল্লা। তার এমন কৃত্বিত্বে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উল্লাস।
শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম মোল্লা বলেন, এ অর্জন আমার একার নয় মাদ্রাসার সকালের । উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে। ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম। তবে এমন অর্জন আমাকে আরো অনুপ্রেরণা দিবে।
মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকগণ বলেন, তিনি আমাদের প্রতিষ্ঠান কে ২০০৪ সাল থেকে থেকে তিল তিল করে এই ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসাটি প্রথমে দাখিল এরপরে আলিম এখন ফাজিল এবং কেন্দ্রীয় মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলেছেন এলাকায় ইসলামী শিক্ষায় তার অনেক অবদান রয়েছে। দিন দিন প্রতিষ্ঠানের আরো উন্নতি কামনা করি।