Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে ক্রিস্টাল আইস ও হেরোইনসহ আটক এক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে ক্রিস্টাল আইস ও হেরোইনসহ আটক এক

December 21, 2024 07:09:16 PM   উপজেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ক্রিস্টাল আইস ও হেরোইনসহ আটক এক

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম হেরোইনসহ হরসিত রায় (২৫) নামে এক যুবক বিজিবির চেকপোস্টে আটক হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় জাতীয় মহাসড়কের চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হরসিত রায় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদিঘী এলাকার দর্মনারায়ণ রায়ের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধীনস্থ মাঝিপাড়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় উক্ত ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪৩৪/এমপি থেকে আনুমানিক ৯০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মাঝিপাড়া এলাকায় অবস্থিত চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী "দোয়েল" নামক যাত্রীবাহী বাসে তল্লাশি করে হরসিত রায়সহ ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মোট সিজার মূল্য নয় কোটি তের লাখ দশ হাজার টাকা।

প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উদ্ধারকৃত মাদক ক্রিস্টাল আইস ও হেরোইন নিশ্চিত করা হয়েছে। এসব মাদক অধিকতর সনাক্তকরণের জন্য ল্যাবে প্রেরণ এবং আটককৃত আসামিকে তেঁতুলিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।