Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 15, 2023 09:10:18 PM   উপজেলা প্রতিনিধি
পঞ্চগড়ে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাফিয়া বেগম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকালে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফিয়া বেগম একই এলাকার আব্বাস আলীর মেয়ে।

জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল শিশু রাফিয়া। এসময় পুকুর পাড়ে থাকা একটি লিচু গাছে সবার অজান্তে উঠতে গেলে গাছ থেকে পুকুরের পানিতে পগে যায়। বেশ কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।