Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে জামায়াতের সাধারণ সম্পাদক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে জামায়াতের সাধারণ সম্পাদক আটক

February 26, 2023 03:22:48 AM   দেশজুড়ে ডেস্ক
পঞ্চগড়ে জামায়াতের সাধারণ সম্পাদক আটক

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে (৫৫) আটক করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক দেলোয়ার হোসেন কলিমদ্দীন শেখের ছেলে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গত ২৪ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গণমিছিলের প্রস্তুতি নেয় পঞ্চগড় জেলা বিএনপি।

বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে দলটি গণমিছিল বের করলে পুলিশি বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় ৫টি পৃথক মামলা দায়ের করে পুলিশ।