Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে জেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে জেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

November 04, 2024 07:48:30 PM   জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে জেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় শহরের ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে শহরের চৌরঙ্গী মোড় থেকে টুহিরহাট সড়কের বানিয়াপাড়া পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভবনের বাড়তি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, সিনিয়র সহকারী কমিশনার শায়লা সাঈদ তন্বী, সিনিয়র সহকারী কমিশনার ইমরানুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সদর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়েছিল। যাদের অবৈধ স্থাপনা সরানো হয়নি, তাদের বিরুদ্ধে এবং যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপত্তা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, "পঞ্চগড় শহরকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত করতে শহরবাসীর সহযোগিতায় অভিযান পরিচালনা করছি। দীর্ঘদিন ধরে পরিকল্পনা গ্রহণ করা হলেও আজ তা বাস্তবায়ন হচ্ছে। আশা করি, এই অভিযানের পর সড়কটি সম্প্রসারণের পাশাপাশি যানজট মুক্ত হবে। পুরো শহরকে সুশৃঙ্খল রাখতে আমাদের পরিকল্পনা রয়েছে এবং তা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকবো।"