Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

October 24, 2023 11:45:54 AM   জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলায় ধান ক্ষেত থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকা সমিজ উদ্দীন (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধায় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের দশমাইল মুহুরীজোত (ওজন স্টেশন) এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত কৃষক সমিজ উদ্দীনের একই এলাকার জসির উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি থেকে ওজন স্টেশন এলাকায় নিজের ধান ক্ষেত দেখতে যায়। কোন একসময় ওজন স্টেশনের সীমানা প্রাচীরের পাশ দিয়ে যাওয়ার সময় স্টেশনের একটি ছেড়া বৈদ্যুতিক তাড়ে বিদ্যুতায়িত হয়ে আটকা পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। সন্ধায় পাশ দিয়ে যাওয়া স্থানীয়রা সমিজ উদ্দীনকে বৈদ্যুতিক তাড়ের সাথে পড়ে থাকতে দেখে চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।