Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানবন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানবন্ধন

June 04, 2023 07:16:10 PM   জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানবন্ধন

পঞ্চগড় প্রতিনিধি: 
পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মুল্যের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন করেছে পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষীরা।

রোববার (৪ জনু) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় ঢাকা- পঞ্চগড় জাতীয় মহাসড়কে পঞ্চগড় চা বাগান মালিক সমিতির ব্যানারে ক্ষুদ্র চা চাষীরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

এ সময় চা চাষী মালিক সমিতির আহবায়ক দিদারুল আলম, আজহারুল হক, মানিক উদ্দীন, শাহজালাল, মোতাহার, আসাহানুর রহমানসহ ক্ষুদ্র চা চাষীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ১ কেজি সবুজ চা পাতা উৎপাদন করতে খরচ হয় ১৬ টাকা। অথচ চা ফ্যাক্টরীর মালিকরা ১ কেজি সবুজ চা পাতার দর দিচ্ছে ১৪ টাকা। এর মধ্য কর্তন করে ৫০ শতাংশ। এতে ১ কেজি সবুজ চা পাতার দর অর্ধেকে নেমে আসে।

তাই দ্রুত সবুজ চা পাতার ন্যায্য মুল্য দেওয়ার জন্য জোর দাবী জানান। দাবী মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন ক্ষুদ্র চা চাষীরা।