Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার

May 27, 2023 08:05:52 PM   জেলা প্রতিনিধি
দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার

ডিজার হোসেন বাদশা:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক যাত্রীবাহী বাস থেকে ১০ গ্রাম হেরোইনসহ লাভলী রানী সাহা (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তাবাজারে বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লাভলী পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগঞ্জ এলাকার সতীশ চন্দ্র সাহা ওরফে কলেজের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চৌরাস্তা সংলগ্ন পঞ্চগড় বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহীবাসে অভিযান পরিচালনা করেন। এইসময় নারী পুলিশের সহায়তায় লাভলী রানী সাহার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত ১০ গ্রাম হেরোইনের বাজার মূল্য ধরা হয়েছে প্রায় এক লাখ টাকা। দুপুরে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন হেরোইনসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।