
পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় একজনকে আটক করেছে বিজিবি।
আজ ২৩ মার্চ রবিবার দুপুর ১টায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩২-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিনবিঘা করিডোর চেকপোস্টে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় সন্দেহজনকভাবে একজনকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, মো. জয়নাল আবেদীন (৩৫), পিতা: আজিজুল হক, গ্রাম: শালদলী, থানাঃ পাটগ্রাম, জেলা: লালমনিরহাট, সে শ্রী ধ্রুব (১৭), পিতা: শ্রী দীপক, গ্রাম: কননাই, পোস্ট: হাবিপবি, দিনাজপুরকে বিশ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পাচার করতে নিয়ে যাচ্ছিল।
পরে বিজিবি তাকে চেকপোস্টে আটক করে। অভিযুক্ত ব্যক্তিকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার জানান, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।