
হাসিবুল ইসলাম, পাটগ্রাম:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কিন্ডারগার্টেন ও প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১২টায় পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় কমিটি ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় আহ্বায়ক কমিটির সদস্য বাবু ক্ষীরোদ চন্দ্র রায় নতুন কমিটির সভাপতি হিসেবে মো. বশিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান রাসেলের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলার সকল কিন্ডারগার্টেন ও প্রি ক্যাডেটের প্রধানগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।