Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

April 24, 2024 08:32:56 PM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

পাটগ্রাম সংবাদদাতা: 
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা র ধবলসুতী  হরিসভা খানপাড়া  এলাকায় মোছাঃ মমতা বেগম (৪০) ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায়  উপজেলার খানপাড়া হরিসভা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ধবলসুতী বাসিন্দার মৃত বদির উদ্দিন এর মেয়ে নিহত মমতা বেগম দীর্ঘ দিন ধরে ভারসাম্যহীন । কানে না শোনার কারণে রেল লাইনে হাঁটার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা  বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাথা ও মুখমন্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেল লাইনের পার্শ্বে ছিটকে পড়ে এবং ঘটনাস্থল মৃত্যু হয় ,ঘটনার পর পাশে থাকা স্থানীয় লোকজন গিয়ে মমতার নিথর দেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পাটগ্রাম থানায় সংবাদ দেন।

স্থানীয়রা জানায়, ভারসাম্যহীন মমতা ২০ থেকে ২৫ বৎসর ধরে তার বড় ভগ্নিপতির বাড়িতে থাকতেন

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ চৌধুরী বলেন ট্রেনে কাটা পড়ে মোছাঃ মমতা বেগম নামে একজনের মৃত্যু খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।