
মোস্তফা, পাটগ্রাম:
পাটগ্রাম থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় নবাগত অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদকে ফুল দিয়ে বরণ করে নেন থানার কর্মকর্তারা। রবিবার রাত ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ওমর ফারুককে বিদায় ও ফেরদৌস ওয়াহিদকে ফুল দিয়ে বরণ করে নেন পাটগ্রাম থানা কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী। এসময় আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।