
পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান মিলনের ইন্ধনে ইউপি পরিষদের ৫ জন সদস্যকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী ইউপি সদস্যরা দুই দফায় সংবাদ সম্মেলন করেছেন।
গত ২৯ ডিসেম্বর দুপুরে ইউপি সদস্যরা শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব মইনুল ইসলাম মুকুলের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান মিলন, যুবদল আহ্বায়ক সাফিউল ইসলাম এবং তাদের সঙ্গে থাকা ৪০-৫০ জন লোক পরিষদের কার্যালয়ে ঢুকে উত্তেজিত হয়ে পড়েন।
একপর্যায়ে মিলন ১ নম্বর ওয়ার্ডের সদস্য তোজাম্মেল হোসেনকে চড়-থাপ্পড় মারেন এবং গাড়ি ভাঙচুর করেন। পরে তাদের সঙ্গে থাকা লোকজন লাঠিসোটা নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলী, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুবকর সিদ্দিক মানিক, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল্লাহ, এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুজ্জামান মানিক ইসলামকে বেধড়ক মারধর করেন।
মারধরের শিকার ইউপি সদস্য আসাদুজ্জামান মানিক ইসলাম ঘটনার দিন রাত সাড়ে ১০টায় প্রথমবার সংবাদ সম্মেলন করেন। পরে ৩১ ডিসেম্বর বিকেল ৫টায় পুনরায় সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত জনসাধারণ দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।
আসাদুজ্জামান মানিক অভিযোগ করেন, “গত ৫ আগস্টের পর থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি এবং যুবদলের আহ্বায়কের নেতৃত্বে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। চাঁদাবাজি, লুটপাট, এবং সাধারণ মানুষের ওপর জুলুম চলছে। মেম্বারদের কাজে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।”
ইতোমধ্যে ভুক্তভোগী ইউপি সদস্যরা বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং উপজেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন।
এ ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।