
হাসিবুল ইসল:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানিসহ বিজিবির মারমুখি আচারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
সোমবার ২৯ জানুয়ারি দুপুরে উপজেলার শীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট পঁয়ষট্টি বাড়ি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মো:জি এম কাদের।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, বিজিবি মিথ্যা মামলা দিয়ে শীরামপুর ইউনিয়নের সাধারণ মানুষজনদেরকে হয়রানি করে আসছে। ইতোমধ্যে আমাদের এলাকার শিক্ষার্থীসহ কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আটককৃতদের ছেড়ে দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নতুবা আমরা এরপর কঠোর কর্মসূচির ডাক দিবো।
জানা গেছে, গত ২৪ জানুয়ারি বাড়িতে পালিত গরু বাজারে বিক্রেয়ের জন্য বাজারে নিয়ে যাওয়ার পথে ঐ ক্যাম্পের সদস্যরা ভারতীয় গরু বলে ক্যাম্পে নিয়ে যায় এবং সিজার তালিকায় অন্তর্ভূক্ত করে ঐ ঘটনার সন্দেহে শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ১২ জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে, স্থানীয় বেশকয়েকজন স্বাক্ষী করে পাটগ্রাম থানায় মিথ্যা মামলা দায়ের করে বিজিবি।
এ বিষয়ে পঁয়ষট্টিবাড়ি বিওবি কমান্ডার এর কাছে জানতে চাইলে ক্যাম্পে গিয়ে ওনার সাথে কথা বলা সম্ভব হয়নি।
পাটগ্রামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বিজিবি থানায় বেশ কয়েকটি মামলা দিয়েছে।