
পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক সংগঠনের সভাপতিকে মৃত দেখিয়ে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বুড়িমারী স্থলবন্দর ও স্টেশন কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং-১৪৩৮) এর বর্তমান সভাপতি মো. জফির আলী ভোলা এ অভিযোগ করেছেন।
সম্প্রতি বুড়িমারী সোনার ভিটা ব্রিজ সংলগ্ন মাঠে শ্রমিক সংগঠনের সাধারণ সভায় সভাপতির দায়িত্বে থাকা মো. জফির আলী ভোলা জানান, ১৯৯৬ সালে ১৭২ জন শ্রমিক নিয়ে রাজশাহী শ্রম দপ্তর থেকে ট্রেড ইউনিয়নের অনুমোদন আনেন এবং দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার চাপে তিনি দায়িত্ব ছেড়ে দেন।
তিনি অভিযোগ করেন, দায়িত্ব ছাড়ার পর তাকে মৃত দেখিয়ে রংপুর শ্রম দপ্তর থেকে একটি ভুয়া লাইসেন্স গ্রহণ করা হয় এবং ওই লাইসেন্স ব্যবহার করে নতুন কমিটি গঠন করা হয়। তিনি আরও জানান, উচ্চ আদালতে তিনি জীবিত প্রমাণিত হওয়ার পর শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আবার সক্রিয় হয়েছেন।
এ বিষয়ে বর্তমান সভাপতি দাবিদার ফজলুল হক জানান, “২০০১ সালে জফির আলী সংগঠন থেকে সরে গেলে শ্রম দপ্তর আমাদের লাইসেন্স দেয়। সেখানে তাকে মৃত দেখানো হয়। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
জফির আলী ভোলা দাবি করেন, “শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে এবং যারা এই অনিয়মের সঙ্গে যুক্ত, তাদের আইনের আওতায় আনতে আমি কাজ করে যাব।”
সংগঠনের অভ্যন্তরীণ এ দ্বন্দ্ব শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে। বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন শ্রমিকরা।