Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রাম সীমান্তে বিএসএফের বৈদ্যুতিক পিলার স্থাপনে বিজিবির বাধা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের বৈদ্যুতিক পিলার স্থাপনে বিজিবির বাধা

January 11, 2025 07:05:14 PM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রাম সীমান্তে বিএসএফের বৈদ্যুতিক পিলার স্থাপনে বিজিবির বাধা

পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিস্তা-২ ব্যাটালিয়ানের ৬১ বিজিবি সদস্যরা ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের কাছে ভারতের ৯৮ বিএসএফের ফুলকাডাবরী ক্যাম্প কর্তৃক বৈদ্যুতিক পিলার স্থাপনের কার্যক্রমে বাধা প্রদান করেছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় গাটিয়ার ভিটা এলাকায় সীমান্ত পিলার ৮২৯ থেকে প্রায় ৩০-৫০ গজ ভারতের অভ্যন্তরে ৯৮ বিএসএফের ১০০-১২০ জন সদস্য বৈদ্যুতিক পিলার স্থাপনের জন্য উপস্থিত হন। খবর পেয়ে তিস্তা-২ ব্যাটালিয়ানের ৬১ বিজিবি ধবলসুতি বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় বিএসএফ সদস্যরা ইতোমধ্যে তিনটি বৈদ্যুতিক পিলার স্থাপন করেছিলেন।

ঘটনার পর দুপুর ১টা ৩০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মাহবুবুর রহমান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জিতেন্দ্র সিং। বৈঠকে বিজিবি জানায়, স্থাপিত তিনটি পিলার শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে পড়েছে, যা সীমান্ত আইন অনুযায়ী সঠিক নয়।

পতাকা বৈঠকে আলোচনা শেষে বিএসএফ তাদের স্থাপিত তিনটি বৈদ্যুতিক পিলার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। উভয় পক্ষ মেপে দেখে নিশ্চিত হয় যে ১৫০ গজের বাইরে পিলার স্থাপন করা যাবে। পরে ১৫০ গজের বাইরে পাঁচটি বৈদ্যুতিক পিলার স্থাপনের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বৈঠক শেষে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।