Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ২

February 11, 2025 07:41:01 PM   উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ২

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া এলাকায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ইউনিক পরিবহনের একটি বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং কয়েকজন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করেন।

পুলিশ জানিয়েছে, দুটি যানবাহনের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।