Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পুঠিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুইজনকে ছুরিকাঘাত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুঠিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুইজনকে ছুরিকাঘাত

August 28, 2023 08:04:21 PM   উপজেলা প্রতিনিধি
পুঠিয়ায়  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুইজনকে ছুরিকাঘাত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
পুঠিয়ায়  ইভটিজিং  এর প্রতিবাদ করায় মিনহাজুল ইসলাম (২২) ও আঃ রহিম (২২) নামের দুই বন্ধুকে ছুরিকারঘাত করে গুরুতর আহত করেছে তিন ইভটিজার।

রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬ টায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাজার এলাকার অক্সফোর্ড প্রাইভেট হোম নামক কোচিং সেন্টারের সামনে এ ঘটনাটি ঘটে।

ছুরিকাঘাতে গুরতর আহত মিনহাজুল ইসলাম বিড়ালদহ বাজার এলাকার আঃ আওয়াল ছেলে ও আঃ রহিম ভাড়োরা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় অক্সফোর্ড প্রাইভেট কোচিং সেন্টারের সামনে তিনজন যুবক কোচিং সেন্টারের গেটের সামনে মেয়েদের অশোভন আচরণ করছিলো। এসময় মিনহাজুল ইসলাম ও আঃ রহিম তাদের এ ধরনের আচণের প্রতিবাদ করে। এতে দুই পক্ষের মধ্যে কথাকাটি শুরু হয়। কাথাকাটাকাটির এক পর্যায়ে ইভটিজারা মিনহাজুল ও আঃ রহিমকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে মিনহাজুল ও আঃ রহিমের বুকে ও পিঠে গুরুতর জখম হয়। এসময় তারা মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করে। তাদের আত্নচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এসময় তাদের গুরুতর অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মিনহাজুল ইসলামের বড় ভাই রাকিবুল ইসলাম বাদি হয়ে পুঠিয়া থানায় শিবপুর ও বিড়ালদহ এলাকার নাইম, শরিফ ও রাকিবুল তিনজনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহার ভুক্ত দুইজনকে আটক করা হয়েছে। একজন পালাতক রয়েছে। তাকের আটকে চেষ্টা চলছে। আটক দুই আসামীকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানান।