Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পত্নীতলায় দুই অবৈধ ইটভাটাকে অর্থদণ্ড ও বন্ধ ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পত্নীতলায় দুই অবৈধ ইটভাটাকে অর্থদণ্ড ও বন্ধ ঘোষণা

March 14, 2025 10:51:03 PM   অনলাইন ডেস্ক
পত্নীতলায় দুই অবৈধ ইটভাটাকে অর্থদণ্ড ও বন্ধ ঘোষণা

নওগাঁর পত্নীতলায় পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পরিচালিত দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি, ভাটাগুলোকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ও সাকিব বিন জামান প্রত্যয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মেসার্স এস. কে. ব্রিকস ও মেসার্স এমইএস কোং নামক ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে কিলন এক্সকাভেটরের মাধ্যমে ইটভাটার আংশিক গঠন ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে মেসার্স এমইএস কোংকে ২৫ হাজার টাকা এবং মেসার্স এস. কে. ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস অভিযানে সহায়তা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।