পাবনা সংবাদদাতা:
পাবনায় নানা অয়োজনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন সংগ্রহশালায় এসে শেষ হয়। পরে সেখানে তার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সংগ্রহশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল,সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. রণেশ মধু ,পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য ১৯৩১ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন। বাংলা চলচিত্র অভিনয়ে তিনি মহানায়িকা খ্যাতি অর্জন করেন।