Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্যকে কুপিয়ে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্যকে কুপিয়ে হত্যা

November 25, 2024 11:16:13 AM   অনলাইন ডেস্ক
পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্যকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়ায় বাকুল (৪৫) নামে এক আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্যকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রাউত গ্রামের এবতেদায়ী মাদরাসা এলাকার মুকুলের বাড়ির পেছনের সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাকুল ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের বাসিন্দা এবং আত্মসমর্পণের পর ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাকুল ঘোড়ার গাড়িতে ধান নিয়ে রাউত গ্রামের জালাল মাস্টারের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে এবতেদায়ী মাদরাসা এলাকার মুকুলের বাড়ির পেছনের সড়কে দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি সাইদুর রহমান জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা।