Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাবনায় ইজিবাইক-বাইক সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ নিহত দুই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাবনায় ইজিবাইক-বাইক সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ নিহত দুই

November 21, 2024 10:51:16 AM   অনলাইন ডেস্ক
পাবনায় ইজিবাইক-বাইক সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ নিহত দুই

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আছেন আমিনপুর এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে ও মোটরসাইকেল চালক মো. পরশ (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ও ইজিবাইক চালক পুষ্প (৩৫)। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ইজিবাইকটি যাত্রী নিয়ে কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে, মোটরসাইকেলটি কাশিনাথপুরের দিকে আসছিল। সিন্দুরিয়া এলাকায় পৌঁছালে উভয় বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পরশ ও পুষ্প মারা যান। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।