
পাবনার ঈশ্বরদীতে র্যাবের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ মে) ঈশ্বরদী থানাধীন গ্রীন সিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১২।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা কোম্পানি কমান্ডার মো. ইলিয়াস খানের নেতৃত্বে একটি দল ঈশ্বরদীর গ্রীন সিটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নড়াইল জেলার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রনি ইসলাম শেখকে গ্রেফতার করা হয়। তিনি পাবনা সদর থানার রাখালগাছি গ্রামের আমিরুল ইসলাম শেখের ছেলে।
রনি ইসলামের বিরুদ্ধে ২০১৫ সালের ৬ মে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)/৩(খ) ধারায় মামলা হয় (মামলা নম্বর-১২)। ওই মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, নড়াইল তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারের পর তাকে পাবনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।