
পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ আলী কাদিরীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পাবনা সভাপতি ডা. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের খান প্রিন্স, সাপ্তাহিক জংশন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম রাজা, বিটিভির পাবনা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন , এসএ টিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম, মোহনা টিভির পাবনা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, ভোরের দর্পণের পাবনা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, প্রতিদিনের সংবাদের পাবনা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, জেটিভির পাবনা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, পাবনার আলোর বার্তা সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।