Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পরকীয়ায় বাধা দেওয়ায় সালথায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পরকীয়ায় বাধা দেওয়ায় সালথায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

September 22, 2024 10:08:48 PM   উপজেলা প্রতিনিধি
পরকীয়ায় বাধা দেওয়ায় সালথায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার গর্ভপাত হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ কাজল বেগম (৩৫) দুবাই প্রবাসী এবং তার স্বামী নাছির মোল্যার (৩৭) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কাজল বেগমের বাবা সোহরাব মোল্যা সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, যেখানে বলা হয়েছে যে তিন মাসের অন্তঃসত্ত্বা কাজল বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

কাজল বেগমের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, নাছির মোল্যার সাথে বিয়ের পর কাজল বেগম দুবাইতে থেকে অর্থ সঞ্চয় করেন এবং নাছিরের সাথে ঘর তৈরি করেন। তবে পরে নাছিরের পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগে কাজল তাকে বাধা দিলে নাছিরসহ তার তিন ভাই মিলে কাজলকে মারধর করে, যার ফলে তার গর্ভপাত হয়।

অভিযুক্ত নাছির মোল্যা দাবি করেন যে তার স্ত্রীর সন্দেহের কারণে এই ঘটনা ঘটেছে, এবং তার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সালথা থানার এসআই সুজন বিশ্বাস জানান, গৃহবধূকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।