
পীরগঞ্জ প্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে “রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বুধবার বিকেল ৪টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শাফিউল আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, রংপুর জেলা শাখার সভাপতি ক্বারী আতাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আলী মিসবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।