
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফসলের মাঠে গমের সবুজ সমারহ। গত মৌসুমের চেয়ে এবার গমের বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকের। আবহাওয়া অনুকুল থাকলে গম চাষীরা ভালো ফলন ও নায্য দাম পাওয়ার আশা করছেন।
উপজেলা কৃষি সূত্র জানায়- ৮ হাজার ২শ হেক্টর জমিতে গম চাষাবাদ হয়েছে। প্রতি হেক্টরে ৪.১৫ মেঃটঃ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গম চাষাবাদ মাঠে চোখ জুড়ানো সবুজ ক্ষেতের সমারহ।
চাষীরা জানায়- এবার গম চাষাবাদে সুলভ মূল্য খরচ হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্লক সুপারভাইজারগণ জানায়- এ উপজেলায় গম চাষাবাদে উপযোগী মাটি।