
মানিক হোসেন:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই মাদক সম্রাট গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই হালিম খানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ১১ নং বৈরচুনা এলাকায় অভিযান চালিয়ে বশির পাড়া এলাকার খতিব উদ্দিন এর পুত্র মাজেদুল ইসলাম (৩৫) ও রমজানের পুত্র হারুনুর রশিদ(৪৫)কে গাজা ও ট্যাপেন্ডল ট্যাবলেট সহ তাদেরকে আটক করে। এসময় একই এলাকার মৃত জনাব আলীর পুত্র তরিকুল ইসলাম(২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পীরগঞ্জ থানা একটি মামলা হয়। পরদিন তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানায়, মাদকদ্রব্য জিরো টলারেন্স নিয়ে আসা হবে বলে অভিযান অব্যাহত থাকবে।