
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা:
রংপুরের পীরগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি শ্রী সুধীর চন্দ্র রায়। সঞ্চালনায় ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান সোহেল।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি খন্দকার আকমল হোসেন, সহ-সভাপতি শরিফুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল আকন্দ, শরিফ একরামুল তৌহিদুল তুহিনসহ একাডেমির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন একাডেমির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।