
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন অভিনেত্রী পরীমণি। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এদিন সকাল ১০টার দিকে পরীমণি আদালতে হাজির হন। সকাল ১০টা ১৭ মিনিটে বিচারকাজ শুরু হলে তিনি এজলাসের পেছনের একটি বেঞ্চে বসে ছিলেন। বিচারক তাকে আসামিদের ডকে যেতে নির্দেশ দেন।
পরীমণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন প্রার্থনা করে বলেন, "পরীমণি অসুস্থ থাকায় গতকালের শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। তিনি আজ আদালতে আত্মসমর্পণ করেছেন এবং তার জামিনের প্রার্থনা করছি।"
শুনানি শেষে বিচারক বলেন, "আশা করি, সবাই আদালতের মর্যাদা রক্ষা করবেন এবং আদালতকে বিতর্কিত করবেন না। বিচারাধীন বিষয়ে অগ্রিম মন্তব্য করা কতটা যুক্তিসঙ্গত তা ভবিষ্যতে খেয়াল রাখতে হবে।"
২০২১ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান ও ভাঙচুর করেন। বাদীর (নাসির উদ্দিন) দাবি, পরীমণি তাকে হত্যার হুমকি দেন এবং পরে মিথ্যা মামলা করে হয়রানি করেন।
পিবিআইর তদন্তে পরীমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
জামিন পাওয়ার পর পরীমণি সাংবাদিকদের বলেন, "এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার পাবো বলে প্রত্যাশা করছি।" মামলাটি বর্তমানে বিচারাধীন।