
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে পরীক্ষায় প্রশ্ন দেওয়ার প্রলোভনে যৌন হয়রানির অভিযোগে ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সাকিল আরাফাত (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার চুয়াডাঙ্গা সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নাম করে যৌন হয়রানীর চেষ্টাকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রী ও অভিভাবকদের এ মিছিল করে।
উল্লেখ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরাজি বিভাগের সহকারী শিক্ষক ঝিনাইদহের কালীগঞ্জের ফরাসপুর গ্রামের সাকিল আরাফাত ছাত্রীদের চুয়াডাঙ্গায় নিজের বাসায় প্রাইভেট পড়ায়। সম্প্রতি এক ছাত্রীকে পড়ানোর নাম করে সকাল ৬টায় নিজের বাড়ী ডেকে নেয়। ওই ছাত্রী সকালে শিক্ষকের বাসায় গিয়ে দেখতে পান আর কোনো ছাত্রী নেই। এ সময় সাকিল আরাফাত পরীক্ষার আগে প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনার পর থেকে ওই ছাত্রী প্রাইভেট ও স্কুলে আসা বন্ধ করে দেয়।
এদিকে রোববার বিদ্যালয়ে গেলে ওই ছাত্রীকে একা পেয়ে আবারো যৌন হয়রানি করার চেষ্টা চালায় ওই শিক্ষক। তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দেন। সোমবার ওই ছাত্রী চুয়াডাঙ্গা সদর থানায় অভিযুক্ত শিক্ষকের বিষয়ে লিখিত অভিযোগ করেন। সন্ধ্যায় পুলিশ শিক্ষক সাকিল আরাফাতকে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহব্বুর রহমান কাজল জানান, অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।