Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পুলিশ জনগণের বন্ধু হিসেবে পাশে থাকবে: জিএমপি কমিশনার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুলিশ জনগণের বন্ধু হিসেবে পাশে থাকবে: জিএমপি কমিশনার

November 26, 2024 06:25:04 PM   জেলা প্রতিনিধি
পুলিশ জনগণের বন্ধু হিসেবে পাশে থাকবে: জিএমপি কমিশনার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাস টার্মিনাল প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, "৫ আগস্টের পূর্বে পুলিশ জনগণের বন্ধু ছিল না। দুষ্টের দমন এবং শিষ্টের সেবনের পরিবর্তে শিষ্টের দমন করে মানুষকে হয়রানি করা হয়েছে। ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি এবং নির্যাতন করা হয়েছে। এমনকি নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যারা এ ধরনের কাজ করেছে, তারা অপরাধ করেছে এবং পুলিশের ইমেজ ক্ষুণ্ণ করেছে।"

তিনি বলেন, "আমরা চাই পুলিশের এই নেতিবাচক চিত্র থেকে বের হয়ে জনগণের প্রকৃত বন্ধু হতে। এজন্য জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত অংশীজনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার এসব কথা বলেন।

সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, উপ-কমিশনার ইব্রাহিম খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার হান্নান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।