Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাংশা সরকারি কলেজে ক্রীড়া ও পূরস্কার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাংশা সরকারি কলেজে ক্রীড়া ও পূরস্কার বিতরণ

March 19, 2023 07:03:56 PM   দেশজুড়ে ডেস্ক
পাংশা সরকারি কলেজে ক্রীড়া ও পূরস্কার বিতরণ

পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে বার্ষীক ক্রিড়া প্রতিযোগিতা ও পূরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) কলেজ মাঠ প্রাঙ্গনে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুজহাত হাছনীন এর সভাপতিত্বে উদ্বোধন করেন সাংসদ সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ,
রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, পৌর মেয়র ওয়াজেদ আলী মাষ্টার, পাংশা উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা। পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ। এছাড়াও মিডিয়া কর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।