
পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা কলিমহর ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) ইউপির সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে এ জনসভা অনুষ্ঠিয় হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কিশোর কুমার দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক রেজা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল ইসলাম আরুজ, কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামা চৌধুরী টিটো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার, কলিমহর ইউপি চেয়ারম্যান বিলকিস বানু ও যুবলীগ ছাত্রগীগ সহ আওয়ামী অংগ-সংগঠনের নেত্রিবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাষ্টার। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জিল্লুল হাকিম বলেন, আপনারা যদি বলেন তাহলে আমি নির্বাচন করবো, না হলে করবো না। জনসভায় পাংশা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।