Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাংশায় মোটরসাইকেল চালককে পিষে মারলো ইটবাহী ট্রাক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাংশায় মোটরসাইকেল চালককে পিষে মারলো ইটবাহী ট্রাক

August 04, 2022 06:35:57 AM  
পাংশায় মোটরসাইকেল চালককে পিষে মারলো ইটবাহী ট্রাক

পাংশা সংবাদদাতা, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় কামাল (৬৫) নামে এক মোটর সাইকেল চালককে পিষে মারলেন ইটবাহী একটি ট্রাক।

বুধবার (৩ আগষ্ট) সকাল ৯.৩০ এর দিকে পৌর শহরের পশু হাসপাতাল ও খাদ্য গোডাউন এর মাঝে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে কামাল বাইক যোগে ট্যাম্পু ষ্ট্যান্ড এলাকা থেকে মৈশালার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছালে পপি পরিবহন (বগুড়া-ট-১১-১২-৩৮) ইটবাহী ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিয়ে নিজ চাকায় পিষ্ঠ করে ফেলে। স্থানীয়দের সহায়তায় প্রথমে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত কামাল পাংশা পৌর এলাকার মৈশালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।