
পাংশা সংবাদদাতা, রাজবাড়ি:
রাজবাড়ি পাংশায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শনিবার (৩ সেপ্টেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশিরের সার্বিক সহযোগিতায় শহরের আব্দুল মালেক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাংশা প্রেসক্লাব জেলা রিপোর্টাস ক্লাব ও জেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুমন বিশ্বাস। আরও বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, পাংশার সিনিয়র সাংবাদিক এম এ জিন্নাহ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি শামিম রেজা, পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি শামিম হোসেন, প্রচার সম্পাদক শাহিন রেজা, আপ্যায়ন সম্পাদক আল-আমিন শাকির, ক্রিয়া সম্পাদক আকাশ মাহমুদ, সদস্য সৈয়দ মেহেদী হাসান, উজ্জ্বল। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্য শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধনে একাত্বতা ঘোষনা করেন।
সাংবাদিকদের কন্ঠরোধের ডিজিটাল নিরাপত্বা আইন বাতিল ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে বক্তারা তাদের স্ব-স্ব বক্তব্য তুলে ধরেন। এ মানববন্ধন উপস্থাপনায় ছিলেন পাংশা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহমুদ।