Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে অনশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে অনশন

October 24, 2022 04:04:49 AM  
পাটগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে অনশন

পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের নির্বাচনে সরকারি দলের প্রতিশ্রুতি সমুহ বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী গণ অনশন পালন করেছে হিন্দু সম্প্রদায়গণ।

শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার রায়ের সভাপতিত্বে উক্ত অনশনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্ঠান ঐক্য পরিষদের পাটগ্রাম উপজেলা  শাখার  যুগ্ম সাধারণ সম্পাদক হরদেব রায়।বাংলাদেশ হিন্দু, বৈদ্ধ,খ্রিষ্ঠান যুব ঐক্য পরিষদের পাটগ্রাম উপজেলা  শাখার সভাপতি বিষ্ণু প্রসাদ রায়,পাটগ্রাম শ্রী শ্রী পাটেস্বরী মন্দিরের সভাপতি রনজিৎ কুমার সাহা,পাটগ্রাম পৌর যুব ঐক্য পরিষদের সভাপতি জয় কুন্ডু এবং সকল  ইউনিয়ন সভাপতি, সম্পাদক ও সকল ভক্ত গণ।

এসময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় বলেন, আমরা সংখ্যায় কম হলেও আমরা বাপ-দাদারা জন্ম লগ্ন থেকে বাংলাদেশি, আমরাও বাংলাদেশের নাগরিক, আমাদের ও মায়ের ভাষা বাংলা, এ দেশে বেঁচে থাকার অধিকার আমাদের আছে। তাই সাম্প্রদায়ীকতা ও সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের নির্বাচনে সরকারি দলের দেওয়া প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়ন করতে হবে।