
পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার ৪ নং কুচলিবাড়ি ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের সততার বাজার আত্তাব উদ্দিন ফরকানিয়া মাদ্রাসার মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বিএনপির কুচলিবাড়ি ইউনিয়ন সভাপতি নির্বাচিত হন শওকত আলী এবং সম্পাদক নির্বাচিত হন এবিএম শাহনেওয়াজ পারভেজ সুজা। দ্ধি-বার্ষিক এ সম্মেলনে সভাপতিত্ব করেন, ৪ নং কুচলিবাড়ি ইউনিয়নের আহবায়ক মো. শওকত আলি।
প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড রফিকুল ইসলাম রফিক।
সম্মেলনে পাটগ্রাম উপজেলা বিএনপির সকল নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।