Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পেশায় বিশেষ অবদানে নীলফামারীর ৩০ সাংবাদিককে 'বাসাজ' এর সম্মাননা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পেশায় বিশেষ অবদানে নীলফামারীর ৩০ সাংবাদিককে 'বাসাজ' এর সম্মাননা

September 22, 2022 10:30:48 PM  
পেশায় বিশেষ অবদানে নীলফামারীর ৩০ সাংবাদিককে 'বাসাজ' এর সম্মাননা

নীলফামারী প্রতিনিধি:
সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন, মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারী জেলার ৩০ জন গুনি সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করেছেন বাংলাদেশ সাংবাদিক জোট 'বাসাজ'। এছাড়াও অসুস্থ প্রবীণ সাংবাদিক দৈনিক বগুড়ার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি আশফাক আহমেদ আশুকে একটি হুইল চেয়ার ও দশ হাজার টাকা আর্থিক সহায়তা বাসাজ এর পক্ষ থেকে প্রদান‌করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধায় বাসাজ এর নীলফামারী জেলা কমিটির সভাপতি মাসুদুর রহমান লেলিন এর সভাপতিত্বে আয়োজনে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টার হলরুমে সাংবাদিকতায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় তাদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলেন দেন নীলফামারী-২৩ মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

এসময় প্রধান অতিথি গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থেকে অপশক্তির অপ-প্রচারের জবাবস্বরুপ দেশের উন্নয়নের চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান।

অনুষ্ঠানে জোটের কেন্দ্রীয় সভাপতি মসিউর রহমান ফাউন্ডেশনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাংবাদিক জোট সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে আর্থিক সঙ্কটকালে এগিয়ে আসাসহ তাদের কল্যানার্থের ব্রত নিয়ে যাত্রা শুরু করেছে। পেশাগত দায়িত্ব পালনে পঙ্গুত্ববরণ ও দূর্ঘটনায় নিহত সাংবাদিক সহকর্মী ও তার পরিবারে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিতেই কাজ করে যাবে সাংবাদিকদের এই জোট।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী সাংবাদিক জোটের এই মহতি উদ্যোগের ভূয়সি প্রশংসা ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোআর আলম, সাংবাদিক জোট নীলফামারী জেলা কমিটি অসুস্থ সাংবাদিকসহ ৩০ গণমাধ্যমকর্মীকে সম্মাননা দিয়ে যে সম্মান দেখালেন‌ তা সত্যিই প্রশংসার দাবিদার। এই জোট হবে সকল গণমাধ্যম কর্মীদের আস্থার স্থল এবং ঐক্যের প্লাটফর্ম। সাংবাদিক জোটের লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে যাওযায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বাসাজ নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মুমিনুল আজাদ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী সাংবাদিক জোটের এই মহতি উদ্যোগের ভূয়সি প্রশংসা ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোআর আলম, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সহ-সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বি, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বদল,বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক,  বাসাজ জেলা কমিটির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন সারাদেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন, সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা, সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা, পেশাগত কাজে হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে সহযোগিতাসহ বেশ কিছু কার্যক্রম নিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে।