
ফেনী প্রতিনিধি:
সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় বিএমইউজে ফেনীর কার্যালয়ে ফেনী মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ সাঈদ খান ( দৈনিক আমার বার্তা) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া ( দৈনিক মুক্ত খবর) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির প্রধান উপদেষ্টা, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। বক্তব্য রাখেন সহ সভাপতি এম এ দেওয়ানী (বার্তা বিচিত্রা), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (দৈনিক তরুন কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া (সাপ্তাহিক ফেনীর শক্তি ), কোষাধ্যক্ষ ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়), সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী (সাপ্তাহিক উদয়), দপ্তর সম্পাদক আতিকুর রহমান রোজেন (দৈনিক দেশ সেবা), প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু (দৈনিক নয়া পয়গাম), ধর্মীয় সম্পাদক জাফর ঈমাম রতন (দৈনিক বাংলা ধারা), সমাজ কল্যান সম্পাদক শহীদুল ইসলাম তোতা (সাপ্তাহিক উত্তরণ)।
নির্বাহী সদস্য, ফরহাদ চৌধুরী (দৈনিক প্রতিদিনের কাগজ), কাজী আশরাফুল ইসলাম টুটুল (দৈনিক একুশে সংবাদ), গিয়াস উদ্দিন মামুন (দৈনিক আলোকিত সকাল), ইয়াসিন আরাফাত মজুমদার (সময়ের গর্জন), আনোয়ার হোসেন ( দৈনিক দেশের পত্র), এ এন এম গোলাম সরওয়ার নয়ন ( সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথা), সহযোগী সদস্য ডা. কামালা উদ্দিন, আসমা আক্তার প্রমুখ। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় অধিকার মর্যাদা আদায়ের দাবিতে এই সংগঠনের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে।