
ফেনীতে এরই মধ্যে পরশুরাম, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বর্তমানে আসন্ন ফেনী সদরসহ ৩ উপজেলা নির্বাচনের দিনক্ষণ শুরু হয়ে গেছে। তিন উপজেলার মধ্যে ফেনী সদর উপজেলা গুরুত্বপূর্ণ উপজেলা। সবার দৃষ্টি সদর উপজেলার দিকে।
জানা যায়, ১৩৪টি গ্রাম ১২ টি ইউনিয়ন নিয়ে ফেনী সদর উপজেলা। ফেনী সদর উপজেলার মধ্যে মোট পুরুষ ও মহিলা ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭ শত ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮ শত ৫০ জন। মহিলা ভোটার ১লাখ ৯৭ হাজার ৮ শত ৭০ জন। মোট ভোট কেন্দ্র ১৪০ টি।
ফেনী সদর উপজেলায় দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু শুসেন চন্দ্র শীল। এবারেও ২০২৪ সালে ফেনী সদর উপজেলা নির্বাচনের জন্য বাবু শুসেন চন্দ্র শীল চেয়ারম্যান প্রার্থী হয়েছে। জানা গেছে, ২০২১ সাল থেকে জনগণের মেন্ডেট নিয়ে তিনি যথেষ্ট সুনামের সাথে সদর উপজেলায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অত্যন্ত ভদ্রমার্জিত স্বভাবের জন্য তিনি সর্বমহলে ব্যাপক প্রশংসিত।
সংশ্লিষ্টরা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে শুসেন চন্দ্র শীলের বিপরীত প্রার্থী হিসেবে একজন আইনজীবী নির্বাচনে অংশগ্রহণ করলেও হেভিওয়েট ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে শুসেন চন্দ্র শীলের সংগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তেমন কোন সম্ভবনা দেখা যাচ্ছে না। বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার ফেনী সদর উপজেলা চেয়ারম্যানের আসন অলঙ্কিত করবেন বলে সর্ব মহলে ব্যাপক জল্পনা কল্পনা এরই মধ্যে শুরু হয়ে গেছে।
আগামী ২৯ মে একযোগে ফেনী সদর, সোনাগাজী উপজেলা, দাগনভূঞা উপজেলা, ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এলাকায় প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে।