
ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শুসেন চন্দ্র শীল দোয়াত কলমে ২ লাখ ১৩ হাজার ৮ শত ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনজুর আলম মোটরসাইকেল পেয়েছেন ৭ হাজার ৩ শত ০৯ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার টিউবওয়েল ২ লাখ ৩ হাজার ৮ শত ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম কিবরিয়া উড়োজাহাজ পেয়েছেন ১৪ হাজার ৮শত ৯৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার কলস প্রতিকে ২ লাখ ২ হাজার ৫ শত ৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরজুমান আক্তার প্রজাপতি ১৬ হাজার ৩ শত ৪৫ ভোট।কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ফেনীতে।