Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

November 11, 2024 10:24:48 AM   জেলা প্রতিনিধি
ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

ফেনী সংবাদদাতা:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে ফেনী জেলা শহরের প্রেসক্লাব চত্বরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পোস্টার, ব্যানার, ঢোল এবং নানা বাদ্যযন্ত্র নিয়ে দলে দলে মিছিল নিয়ে আসে। একপর্যায়ে পুরো প্রেসক্লাব থেকে ট্রাঙ্ক রোড লোকে লোকারণ্য হয়ে যায়। পরবর্তীতে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এবং সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন বাহার এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

র‌্যালিতে আরও অংশ নেন ফেনী সদর বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল (সাবেক কমিশনার), সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম এলিনসহ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। ফেনী জেলা বিএনপির এক সমর্থক বলেন, “দীর্ঘদিন পর ফেনীতে এত বড় র‌্যালিতে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। আগে নিজাম হাজারী ফেনীকে কুক্ষিগত করে রেখেছিলেন, আজ সেই স্বৈরশাসনের পতন হয়েছে। বিএনপি জনগণের দল, এর অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।”